আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৪৪
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৪. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বারে উঠেন এবং উচ্চকণ্ঠে বলেনঃ হে মুখে মুখে ইসলাম গ্রহণকারী ও যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি, এমন দল! তোমরা মুসলমানদের কষ্ট দিয়ো না এবং তাদের দোষ-ত্রুটি অন্বেষণ করো না। কেননা, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটি অন্বেষণ করে, আল্লাহ তা'আলা তার দোষ-ত্রুটি অন্বেষণ করবেন। আর আল্লাহ্ যার দোষ-ত্রুটি অন্বেষণ করেন, তাকে তিনি অপদস্ত করেন, যদিও সে তার বাহনের মধ্যে থাকে। ইবনে উমার (রা) কা'বার দিকে তাকান এবং বলেনঃ তোমার কতই না সম্মান, তোমার কতই না বিরাট মাহাত্ম্য। আর মু'মিন ব্যক্তি আল্লাহর কাছে তোমার চেয়েও অধিক সম্মানিত ও মর্যাদা সম্পন্ন।
(তিরমিযী, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে ইবনে হিব্বান তাঁর বর্ণনায় বলেছেন: "হে ঐ সকল লোক! যারা ইসলামের দাবিদার অথচ যাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তোমরা মুসলমানদের কষ্ট দিয়ো না, তাদেরকে লজ্জা দিয়ো না এবং তাদের ভুল-ভ্রান্তি অনুসন্ধান করো না"। আল হাদীস।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3544- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ صعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمِنْبَر فَنَادَى بِصَوْت رفيع فَقَالَ يَا معشر من أسلم بِلِسَانِهِ وَلم يفض الْإِيمَان إِلَى قلبه لَا تُؤْذُوا الْمُسلمين وَلَا تتبعوا عَوْرَاتهمْ فَإِنَّهُ من تتبع عَورَة أَخِيه الْمُسلم تتبع الله عَوْرَته وَمن تتبع الله عَوْرَته يَفْضَحهُ وَلَو فِي جَوف رَحْله وَنظر ابْن عمر إِلَى الْكَعْبَة فَقَالَ مَا أعظمك وَمَا أعظم حرمتك وَالْمُؤمن أعظم حُرْمَة عِنْد الله مِنْك

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ فِيهِ يَا معشر من أسلم بِلِسَانِهِ وَلم يدْخل الْإِيمَان قلبه لَا تُؤْذُوا الْمُسلمين وَلَا تُعَيِّرُوهُمْ وَلَا تَطْلُبُوا عثراتهم الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান