আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৫২
অধ্যায়ঃ হদ্দ
শরী'আতের বিধান কার্যকর না করা এবং নিষিদ্ধ বিষয় অমান্য করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৫২. হযরত নাওয়াস ইবনে সাম'আন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা সীরাতে মুস্তাকীমের একটি দৃষ্টান্ত পেশ করেছেন। সীরাতে মুস্তাকীমের রয়েছে দু'টো পার্শ্ব। এ দু'টোর থাকবে অনেকগুলো উন্মুক্ত দরজা এবং দরজাগুলোর উপর পর্দা থাকবে। একজন আহ্বানকারীর উপর থেকে তাকে ডাকবে وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ আর আল্লাহ্ শান্তির আবাসের দিকে ডাকেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন"। (সূরা ইউনুসঃ ২৫) সীরাতে মুস্তাকীমের উপর যে সকল দরজা থাকবে সেগুলো হলঃ হুদুদুল্লাহ্ (আল্লাহর আইনের সীমারেখা)।
কেউ কারো গোপনীয়তা ফাঁস না করা পর্যন্ত সে আল্লাহর আইন লংঘনের দায়ে অভিযুক্ত হবে না। আর উপর থেকে আহ্বানকারী হলেন উপদেশদানকারী তার প্রতিপালক।
(ইমাম তিরমিযী (র) বাকীয়া সূত্রে বুজায়র ইবনে সা'দ থেকে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি হাসান গরীব।
كنفا الصراط সীরাতে মুস্তাকীমের দুই পার্শ্ব।)
كتاب الحدود
التَّرْهِيب من مواقعة الْحُدُود وانتهاك الْمَحَارِم
3552- وَعَن النواس بن سمْعَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله ضرب مثلا صراطا مُسْتَقِيمًا على كنفي الصِّرَاط داران لَهما أَبْوَاب مفتحة على الْأَبْوَاب ستور وداع يَدْعُو فَوْقه وَالله يَدْعُو إِلَى دَار السَّلَام وَيهْدِي من يَشَاء إِلَى صِرَاط مُسْتَقِيم يُونُس 52
والأبواب الَّتِي على كنفي الصِّرَاط حُدُود الله فَلَا يَقع أحد فِي حُدُود الله حَتَّى يكْشف السّتْر وَالَّذِي يَدْعُو من فَوْقه واعظ ربه عز وَجل

رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة بَقِيَّة عَن بجير بن سعد وَقَالَ حَدِيث حسن غَرِيب
كنفا الصِّرَاط بالنُّون جانباه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৫২ | মুসলিম বাংলা