আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৪১
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪১. হযরত মাকহুল (র) থেকে বর্ণিত। একদা উকবা ইবনে আমির (রা) মাসলামা ইবনে মাখলাদ (রা)-এর কাছে আসেন। তাঁর (উকবা) এবং দারোয়ানের মধ্যে কথাবার্তা হয়। তিনি তার কণ্ঠস্বর শুনতে পান এবং তাকে (ঘরে) প্রবেশের অনুমতি দেন। তিনি বলেন: আমি আপনার সাক্ষাতে আসতাম না, তবে একটা প্রয়োজনে আপনার নিকট এসেছি। তাহল: আপনার কি মনে আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার ভাইয়ের দোষ-ত্রুটি জেনেও গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ্ তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। তিনি বলেন: হাঁ। এরপর তিনি (উকবা) বলেন: এ বিষয় (আলোচনার জন্য) আমি এসেছি।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা সহীহ্।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3541- وَعَن مَكْحُول أَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَتَى مسلمة بن مخلد فَكَانَ بَينه وَبَين البواب شَيْء فَسمع صَوته فَأذن لَهُ فَقَالَ إِنِّي لم آتِك زَائِرًا وَلَكِن جئْتُك لحَاجَة أَتَذكر يَوْم قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من علم من أَخِيه سَيِّئَة فسترها ستر الله عَلَيْهِ يَوْم الْقِيَامَة قَالَ نعم قَالَ لهَذَا جِئْت

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৪১ | মুসলিম বাংলা