আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৩০
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫৩০. হযরত ইমরান ইবনে হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার (ইন্তিকালের) পরে আমার উম্মাতের জন্য আমি সর্বাপেক্ষা অধিক ভয় করি প্রত্যেক ঐ মুনাফিককে, যে শুধু ভাষণ জ্ঞানে পারদর্শী।
(তাবারানীর কাবীর গ্রন্থ ও বাযযার বর্ণিত। তার বর্ণনাসূত্র দলীলরূপে গ্রহণ করা যায়।)
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3530- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أخوف مَا أَخَاف عَلَيْكُم بعدِي كل مُنَافِق عليم بِاللِّسَانِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান