আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৩১
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫৩১. হযরত আনাস ইবনে মালিক (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মু'মিনে কামিল হতে পারবে না, যতক্ষণ না তার অন্তর, তার যবানের সাথে সামঞ্জস্য রাখে। আর ঐ সময়ে সে মু'মিন হবে, যখন তার যবান অন্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, তার কথা তার কাজের বিপরীত হবে না এবং তার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপত্তাহীন বোধ করবে না।
(ইস্পাহানী সমালোচিত সনদ সূত্রে বর্ণনা করেছেন।)
(ইস্পাহানী সমালোচিত সনদ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3531- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرجل لَا يكون مُؤمنا حَتَّى يكون قلبه مَعَ لِسَانه سَوَاء وَيكون لِسَانه مَعَ قلبه سَوَاء وَلَا يُخَالف قَوْله عمله ويأمن جَاره بوائقه
رَوَاهُ الْأَصْبَهَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر
رَوَاهُ الْأَصْبَهَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر