আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫২৯
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫২৯. হযরত আবূ তামীমা (র) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবী জুনদুব ইবনে আবদুল্লাহ্ আযদী (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি লোকদেরকে কল্যাণকর বিষয়ে শেখায় অথচ নিজের ব্যাপারে ভুলে যায়, তার দৃষ্টান্ত ঐ প্রদীপের ন্যায়, যে নিজকে জ্বালিয়ে অন্যকে আলো দান করে। আল হাদীস।
(তাবারানী (র) আল্লাহ চাহেত উত্তম সনদে, বাযযার আবূ বারযা হতে, তবে তিনি তার বর্ণনায়:
مثل السراج এর স্থলে مثل الفتيلة বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) আল্লাহ চাহেত উত্তম সনদে, বাযযার আবূ বারযা হতে, তবে তিনি তার বর্ণনায়:
مثل السراج এর স্থলে مثل الفتيلة বর্ণনা করেছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3529- وَعَن أبي تَمِيمَة عَن جُنْدُب بن عبد الله الْأَزْدِيّ صَاحب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يعلم النَّاس الْخَيْر وينسى نَفسه كَمثل السراج يضيء للنَّاس وَيحرق نَفسه الحَدِيث رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده حسن إِن شَاءَ الله وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أبي بَرزَة إِلَّا أَنه قَالَ مثل الفتيلة