আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫২৫
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫২৫. ইবনে আবুদ দুনিয়ার অন্য বর্ণনায় আছে: মি'রাজের রাতে আমাকে এমন কিছু সংখ্যক লোকের নিকট দিয়ে নিয়ে যাওয়া হল, আগুনের কাঁচি দ্বারা যাদের ঠোঁট কাটা হচ্ছিল। যখনই তা কাটা হয়, সাথে সাথে তা পূর্বাস্থায় ফিরে আসে। আমি বললামঃ হে জিব্রাঈল! এরা কারা? তিনি বললেন। এরা আপনার উম্মাতের বক্তাগণ, যারা উপদেশ দেয়, অথচ তা নিজেরা করে না।
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3525- وَفِي رِوَايَة لِابْنِ أبي الدُّنْيَا مَرَرْت لَيْلَة أسرِي بِي على قوم يقْرض شفاههم بمقاريض من نَار كلما قرضت عَادَتْ فَقلت يَا جِبْرِيل من هَؤُلَاءِ قَالَ خطباء من أمتك يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ