আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫২৪
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫২৪. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মি'রাজের রাতে আমি এমন কতিপয় লোক দেখেছি, আগুনের কাচি দ্বারা যাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছিল। আমি বললামঃ হে জিব্রাইল! এরা কারা? তিনি বললেনঃ এরা আপনার উম্মাতের ঐ সকল বক্তাগণ, যারা লোকদের সৎকাজের আদেশ দিত (অর্থাৎ তারা তা আমল করত না) এরপরও কি তারা বুঝে না?
(ইবনে আবুদ দুনিয়া কিতাবুল সামত-এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে এবং বায়হাকী নিজ শব্দে বর্ণনা করেছেন।)
(ইবনে আবুদ দুনিয়া কিতাবুল সামত-এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে এবং বায়হাকী নিজ শব্দে বর্ণনা করেছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3524- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت لَيْلَة أسرِي بِي رجَالًا تقْرض شفاههم بمقاريض من النَّار فَقلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ الخطباء من أمتك الَّذين يأمرون النَّاس بِالْبرِّ وينسون أنفسهم وهم يَتلون الْكتاب أَفلا يعْقلُونَ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ