আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫২৬
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫২৬. বায়হাকীর এক বর্ণনায় আছে, (রাসূলুল্লাহ (ﷺ) বলেন) মি'রাজের রাতে এমন একদল লোকের কাছ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হল, আগুনের কাচি দ্বারা যাদের ঠোঁটে কেটে দেওয়া হচ্ছিল। আমি বললাম: হে জিবরাঈল! এরা কারা? তিনি বললেন: এরা আপনার উম্মাতের ঐ সকল বক্তাগণ, যারা অন্যকে উপদেশ দেয় অথচ নিজেরা করে না। তারা আল্লাহর কুরআন পাঠ করে অথচ আমল করে না।
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3526- وَفِي رِوَايَة للبيهقي قَالَ أتيت لَيْلَة أسرِي بِي على قوم تقْرض شفاههم بمقاريض من نَار فَقلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ خطباء أمتك الَّذين يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ ويقرؤون كتاب الله وَلَا يعْملُونَ بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান