আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫১৯
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। মুসলমানের বৈশিষ্ট হল: আল্লাহর ইবাদত করা, তাঁর সংগে কিছু শরীক না করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রামাযানের সিয়াম পালন করা, হাজ্জ করা, ভালো কাজের আদেশ দেওয়া ও মন্দকাজ থেকে নিষেধ করা, পরিবারের প্রতি সালাম দেওয়া, এরপর যে ব্যক্তি উল্লেখিত বিষয় থেকে কিছুমাত্র কম করে, সে যেন ইসলামের একটি অংশ ছেড়ে দেয়। আর যে ব্যক্তি সবগুলো ছেড়ে দেয় সে যেন ইসলাম থেকে বিমুখ হলো।
হাকিম বর্ণিত। হুয়ায়ফা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে পেছনে বর্ণিত হয়েছে যে, ইসলামের আটটি অংশ রয়েছে। তা হল: ইসলাম, সালাত, যাকাত, সিয়াম, বায়তুল্লাহ হাজ্জ পালন করা, ভালো কাজের আদশে দান, মন্দকাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর পথে হিজাদ করা। যার মধ্যে এগুলোর একটিও নেই, সে ধ্বংসের মধ্যে রয়েছে।
বাযযার বর্ণনা করেছেন।
হাকিম বর্ণিত। হুয়ায়ফা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে পেছনে বর্ণিত হয়েছে যে, ইসলামের আটটি অংশ রয়েছে। তা হল: ইসলাম, সালাত, যাকাত, সিয়াম, বায়তুল্লাহ হাজ্জ পালন করা, ভালো কাজের আদশে দান, মন্দকাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর পথে হিজাদ করা। যার মধ্যে এগুলোর একটিও নেই, সে ধ্বংসের মধ্যে রয়েছে।
বাযযার বর্ণনা করেছেন।
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3519- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْإِسْلَام أَن تعبد الله لَا تشرك بِهِ شَيْئا وتقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتصوم رَمَضَان وتحج وَالْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي
عَن الْمُنكر وتسليمك على أهلك فَمن انْتقصَ شَيْئا مِنْهُنَّ فَهُوَ سهم من الْإِسْلَام يَدعه وَمن تركهن فقد ولى الْإِسْلَام ظَهره
رَوَاهُ الْحَاكِم
وَتقدم حَدِيث حُذَيْفَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الْإِسْلَام ثَمَانِيَة أسْهم الْإِسْلَام سهم وَالصَّلَاة سهم وَالزَّكَاة سهم وَالصَّوْم سهم وَحج الْبَيْت سهم وَالْأَمر بِالْمَعْرُوفِ سهم وَالنَّهْي عَن الْمُنكر سهم وَالْجهَاد فِي سَبِيل الله سهم وَقد خَابَ من لَا سهم لَهُ
رَوَاهُ الْبَزَّار
عَن الْمُنكر وتسليمك على أهلك فَمن انْتقصَ شَيْئا مِنْهُنَّ فَهُوَ سهم من الْإِسْلَام يَدعه وَمن تركهن فقد ولى الْإِسْلَام ظَهره
رَوَاهُ الْحَاكِم
وَتقدم حَدِيث حُذَيْفَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الْإِسْلَام ثَمَانِيَة أسْهم الْإِسْلَام سهم وَالصَّلَاة سهم وَالزَّكَاة سهم وَالصَّوْم سهم وَحج الْبَيْت سهم وَالْأَمر بِالْمَعْرُوفِ سهم وَالنَّهْي عَن الْمُنكر سهم وَالْجهَاد فِي سَبِيل الله سهم وَقد خَابَ من لَا سهم لَهُ
رَوَاهُ الْبَزَّار