আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫২০
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫২০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) আমার কাছে প্রবেশ করেন। তখন আমি তাঁর চেহারা মুবারকে চিন্তার ছাপ লক্ষ্য করলাম। এরপর তিনি উযূ করলেন এবং কারো সাথে কথা বললেন না। এরপর আমি হুজরার (দেওয়ালের) সাথে ঘেঁষে বসলাম এবং তিনি যা বলছিলেন তা শুনছিলাম। তিনি মিম্বরে বসে আল্লাহর প্রশংসা ও তারীফ করেন, এরপর তিনি বলেনঃ হে মানব সকল! আল্লাহ্ তা'আলা বলেনঃ তোমরা ভাল কাজের আদশে দেবে এবং মন্দকাজ থেকে নিষেধ করবে এমন সময় আসার পূর্বে, যখন তোমরা দু'আ করবে, কিন্তু তা কবুল করা হবে না, তোমরা আমার নিকট প্রার্থনা করবে, কিন্তু আমি তোমাদেরকে প্রার্থিত বস্তু দান করব না। তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু আমি তোমাদের সাহায্য করব না। এরপর তিনি আর কথা না বাড়িয়ে নিম্বার থেকে নেমে যান।
(ইবনে মাজাহ হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তাঁরা উভয়ে আসিম ইবনে উমর ইবনে উসমান থেকে উরওয়া (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3520- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت دخل عَليّ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَعرفت فِي وَجهه أَن قد حَضَره شَيْء فَتَوَضَّأ وَمَا كلم أحدا فلصقت بالحجرة أستمع مَا يَقُول فَقعدَ على الْمِنْبَر فَحَمدَ الله وَأثْنى عَلَيْهِ وَقَالَ يَا أَيهَا النَّاس إِن الله يَقُول لكم مروا بِالْمَعْرُوفِ وانهوا عَن الْمُنكر قبل أَن تدعوا فَلَا أُجِيب لكم وتسألوني فَلَا أُعْطِيكُم وتستنصروني فَلَا أَنْصُركُمْ فَمَا زَاد عَلَيْهِنَّ حَتَّى نزل

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة عَاصِم بن عمر بن عُثْمَان عَن عُرْوَة عَنْهُمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫২০ | মুসলিম বাংলা