আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫১৮
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১৮. হযরত উরস ইবনে উমায়রা আল-কিন্দী (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: পৃথিবীতে যখন অন্যায় হবে, তখন এমন কিছু লোকও থাকবে যারা প্রত্যক্ষ করবে, কিন্তু মনে মনে ঘৃণা করবে (প্রতিরোধ করবে না) অন্য বর্ণনায় আছে: সে এমন ঘৃণা করে, যেরূপ দূরবর্তী ব্যক্তি (ঘৃণা করে)। আর দূরবর্তী ব্যক্তির অন্যায় কাজের প্রতি সন্তুষ্ট থাকার অর্থ হল ঐ ব্যক্তির ন্যায়, যে গুনাহের কাজ দেখেও প্রতিরোধ করে না।
(আবু দাউদ (রা) মুগীরা ইবনে যিয়াদ মুসিলী সূত্রে বর্ণনা করেন।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3518- وَعَن عرس بن عميرَة الْكِنْدِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا عملت الْخَطِيئَة فِي الأَرْض كَانَ من شَهِدَهَا وكرهها

وَفِي رِوَايَة فأنكرها كمن غَابَ عَنْهَا وَمن غَابَ عَنْهَا فرضيها كَانَ كمن شَهِدَهَا

رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة مُغيرَة بن زِيَاد الْموصِلِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান