আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫১৩
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১৩. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে লোক সকল! তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দকাজ থেকে বিরত রাখবে ঐ মুহূর্ত আসার পূর্বে, যখন তোমরা আল্লাহর কাছে দু'আ করবে অথচ তিনি তোমাদের দু'আ কবুল করবে না। তোমরা ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু তোমাদের ক্ষমা করা হবে না। ভালো কাজের আদেশ করা এবং মন্দকাজের নিষেধ করা এমন একটি উত্তম কাজ, যা রিযক বৃদ্ধি করে এবং মৃত্যু দূরে সরিয়ে দেয়। ইয়াহুদী সম্প্রদায়ের ধর্মযাজক এবং খৃষ্টানদের পাদ্রীরা যখন ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ বর্জন করল, তখন আল্লাহ্ সেকালের নবীগণের ভাষায় তাদের প্রতি লা'নত করেন এবং তাদের উপর বালা মুসীবত ব্যাপক করে দেন।
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3513- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَيهَا النَّاس مروا بِالْمَعْرُوفِ وانهوا عَن الْمُنكر قبل أَن تدعوا الله فَلَا يستجيب لكم وَقبل أَن تستغفروه فَلَا يغْفر لكم
إِن الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر لَا يدْفع رزقا وَلَا يقرب أَََجَلًا وَإِن الْأَحْبَار من الْيَهُود والرهبان من النَّصَارَى لما تركُوا الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر لعنهم الله على لِسَان أَنْبِيَائهمْ ثمَّ عموا بالبلاء>رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫১৩ | মুসলিম বাংলা