আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫১২
 অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১২. হযরত যাররা (রা) (বিনতে আবু লাহাব) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বললেন: যে ব্যক্তি সর্বাপেক্ষা আল্লাহ ভীরু, যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বহাল রাখে এবং যে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দকাজ থেকে নিষেধ করে। 
(আবুশ শায়বা তাঁর কিতাবুস সাওয়াব এবং ইমাম বায়হাকীর (র) যুহদুল কাবীর গ্রন্থ ও অন্যান্য কিতাবে বর্ণনা করেন।)
(আবুশ শায়বা তাঁর কিতাবুস সাওয়াব এবং ইমাম বায়হাকীর (র) যুহদুল কাবীর গ্রন্থ ও অন্যান্য কিতাবে বর্ণনা করেন।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا 
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3512- وَرُوِيَ عَن ذرة بنت أبي لَهب رَضِي الله عَنهُ قَالَت قلت يَا رَسُول الله من خير النَّاس قَالَ أَتْقَاهُم للرب عز وَجل وأوصلهم للرحم وَآمرهُمْ بِالْمَعْرُوفِ وأنهاهم عَن الْمُنكر
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب وَالْبَيْهَقِيّ فِي الزّهْد الْكَبِير وَغَيره
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب وَالْبَيْهَقِيّ فِي الزّهْد الْكَبِير وَغَيره