আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫১৪
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১৪. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লা-ইলাহা ইল্লাল্লাহু (আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই) বাক্যটি তার পাঠককে সর্বদা উপকৃত করে এবং যতদিন পর্যন্ত তারা কালেমার হক আদায়ের ব্যাপারে শিথীলতা প্রদর্শন করে না, ততদিন পর্যন্ত তাদের শাস্তি ও মুসীবত থেকে রক্ষা করা হয়। সাহাবা কিরাম বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! কালেমার শিথীলতার অর্থ কি? তিনি বললেন: আল্লাহর নাফরমানী প্রকাশ্যে হতে থাকে অথচ তা নিষেধ করা হয় না এবং প্রতিশোধের চেষ্টাও করা হয় না।
(ইস্পাহানী বর্ণিত।)
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3514- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تزَال لَا إِلَه إِلَّا الله تَنْفَع من قَالَهَا وَترد عَنْهُم الْعَذَاب والنقمة مَا لم يستخفوا بِحَقِّهَا
قَالُوا
يَا رَسُول الله وَمَا الاستخفاف بِحَقِّهَا 0 قَالَ يظْهر الْعَمَل بمعاصي الله فَلَا يُنكر وَلَا يُغير
رَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا
قَالُوا
يَا رَسُول الله وَمَا الاستخفاف بِحَقِّهَا 0 قَالَ يظْهر الْعَمَل بمعاصي الله فَلَا يُنكر وَلَا يُغير
رَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا