আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৯০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মিথ্যা সাক্ষ্যদানের প্রতি ভীতি প্রদর্শন
৩৪৯০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মিথ্যা সাক্ষ্যদাতা কিয়ামতের দিন তার পা তুলতে পারবে না, যতক্ষণে আল্লাহ্ তা'আলা তার জন্য জাহান্নাম নির্ধারণ না করে দেন।
(ইবনে মাজা ও হাকিম বর্ণিত বলেন, সনদসূত্রে হাদীসটি বিশুদ্ধ, এবং তাবারানী তার আওসাত গ্রন্থে বর্ণনা করেন। রাসুলুল্লাহ (ﷺ) থেকে তার শব্দমালা এই যে, পাখি কিয়ামতের ভয়ে ঠোট দ্বারা মাটি খুঁড়তে থাকে এবং কান দোলাতে থাকে এবং মিথ্যা সাক্ষ্যদাতার পরিণামের ব্যাপারে ভীত-সন্ত্রস্ত থাকে। মিথ্যা সাক্ষ্য দাতার পা যমীনে আটকে থাকবে, যতক্ষণে তাকে জাহান্নামে নিক্ষেপ না করা হবে।)
كتاب القضاء
التَّرْهِيب من شَهَادَة الزُّور
3490- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لن تَزُول قدم شَاهد الزُّور حَتَّى يُوجب الله لَهُ النَّار

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَلَفظه عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الطير لتضرب بمناقيرها وتحرك أذنابها من هول يَوْم الْقِيَامَة وَمَا يتَكَلَّم بِهِ شَاهد الزُّور وَلَا تفارق قدماه على الأَرْض حَتَّى يقذف بِهِ فِي النَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৯০ | মুসলিম বাংলা