আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৯১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মিথ্যা সাক্ষ্যদানের প্রতি ভীতি প্রদর্শন
৩৪৯১. হযরত আবু মুসা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি সাক্ষ্য দানের জন্য আহূত হয়েও সাক্ষ্য গোপন করে, সে মিথ্যা সাক্ষ্যদাতার সমতুল্য।
(হাদীসটি গরীব। তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে লায়সের সচিব আবদুল্লাহ্ ইবনে সালিহ (র) থেকে বর্ণনা করেছেন। ইমাম বুখারী (র) তাঁর হাদীস দলীলরূপে গ্রহণ করেছেন।)
كتاب القضاء
التَّرْهِيب من شَهَادَة الزُّور
3491- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كتم شَهَادَة إِذا دعِي إِلَيْهَا كَانَ كمن شهد بالزور

حَدِيث غَرِيب رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من رِوَايَة عبد الله بن صَالح كَاتب اللَّيْث وَقد احْتج بِهِ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৯১ | মুসলিম বাংলা