আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৮৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মিথ্যা সাক্ষ্যদানের প্রতি ভীতি প্রদর্শন
৩৪৮৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সাক্ষ্যদানে অযোগ্য, এমন ব্যক্তি যদি কোন মুসলমানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়।
(আহমাদ বর্ণিত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত; তবে তিনি একমাত্র দ্বিতীয় রাবীর নাম বর্ণনা করেন নি।)
كتاب القضاء
التَّرْهِيب من شَهَادَة الزُّور
3489 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شهد على مُسلم شَهَادَة لَيْسَ لَهَا بِأَهْل فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا أَن ثَانِيه لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৮৯ | মুসলিম বাংলা