আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৮৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মিথ্যা সাক্ষ্যদানের প্রতি ভীতি প্রদর্শন
৩৪৮৮. হযরত খুরায়ম ইবনে ফাতিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল ফজর আদায় করেন। সালাত শেষে তিনি দাঁড়িয়ে বলেনঃ মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর সাথে শরীক করা সমান পাপ হিসেবে গণ্য করা হয়েছে। এই কথাটি তিনি (রাসূলুল্লাহ- ﷺ) তিনবার বলেন। তিনি নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন।
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِحُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ
"সুতরাং তোমরা বর্জন কর মূর্তিপূজার অপবিত্রতা এবং দূরে থাক মিথ্যা কথা থেকে, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তাঁর কোন শরীক না করে।" (সূরা হাজ্জঃ ৩০-৩১)
(আবু দাউদ নিজ শব্দে তিরমিযী, ইবনে মাজা, তাবারানীর কাবীর গ্রন্থে আবদুল্লাহ্ ইবনে মাসউদ সূত্রে মাওকুফ সনদে উত্তম সূত্রে বর্ণনা করেন।)
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِحُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ
"সুতরাং তোমরা বর্জন কর মূর্তিপূজার অপবিত্রতা এবং দূরে থাক মিথ্যা কথা থেকে, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তাঁর কোন শরীক না করে।" (সূরা হাজ্জঃ ৩০-৩১)
(আবু দাউদ নিজ শব্দে তিরমিযী, ইবনে মাজা, তাবারানীর কাবীর গ্রন্থে আবদুল্লাহ্ ইবনে মাসউদ সূত্রে মাওকুফ সনদে উত্তম সূত্রে বর্ণনা করেন।)
كتاب القضاء
التَّرْهِيب من شَهَادَة الزُّور
3488- وَعَن خريم بن فاتك رَضِي الله عَنهُ قَالَ صلى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَلَاة الصُّبْح فَلَمَّا انْصَرف قَامَ قَائِما فَقَالَ عدت شَهَادَة الزُّور والإشراك بِاللَّه ثَلَاث مَرَّات ثمَّ قَرَأَ
فَاجْتَنبُوا الرجس من الْأَوْثَان واجتنب قَول الزُّور حنفَاء لله غير مُشْرِكين بِهِ الْحَج 0313
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا على ابْن مَسْعُود بِإِسْنَاد حسن
فَاجْتَنبُوا الرجس من الْأَوْثَان واجتنب قَول الزُّور حنفَاء لله غير مُشْرِكين بِهِ الْحَج 0313
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا على ابْن مَسْعُود بِإِسْنَاد حسن