আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৮১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
পরিচ্ছেদ
৩৪৮১. বনী গায়লান ইবনে জুনাদা গোত্রীয় জুনাদা ইবনে জাবাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নাকে দাগ বিশিষ্ট একটি উট নিয়ে রাসুলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এলাম। তা দেখে তিনি আমাকে বললেনঃ হে জুনাদা! দাগ দেয়ার জন্য তুমি তার চেহারা ব্যতীত অন্য অঙ্গ পেলে না? সাবধান! সামনে তোমার প্রতিশোধ আছে। (জুনাদা বলেন) ইয়া রাসূলাল্লাহ্! আমি উটটি আপনাকে দান করলাম।
(তাবারানী সংক্ষেপে বর্ণনা করেন।)
كتاب القضاء
فصل
3481- وَعَن جُنَادَة بن جَرَادَة أحد بني غيلَان بن جُنَادَة رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِإِبِل قد وسمتها فِي أنفها فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا جُنَادَة فَمَا وجدت عضوا تسمه إِلَّا فِي الْوَجْه
أما إِن أمامك الْقصاص
فَقَالَ أمرهَا إِلَيْك يَا رَسُول الله الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৮১ | মুসলিম বাংলা