আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৮২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
পরিচ্ছেদ
৩৪৮২. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি গাধা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট দিয়ে পথ অতিক্রম করছিল, যার মুখ রক্তে রঞ্চিত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি এ কাজ করেছে, তার প্রতি আল্লাহর লা'নত। এরপর তিনি চতুষ্পদ জন্তুর চেহারা ছিদ্র করা, হাতে ও মুখে প্রহার করতে নিষেধ করেন।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে এবং ইমাম তিরমিযী (র) হাদীসটি সংক্ষেপে বর্ণনা করে বলেন, হাদীসটি সহীহ্। চেহারায় দাগ দেওয়া নিষিদ্ধ এ পর্যায়ে অনেক হাদীস রয়েছে।)
كتاب القضاء
فصل
3482- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ مر حمَار برَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد كوي فِي وَجهه يفور منخراه من دم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن الله من فعل هَذَا ثمَّ نهى عَن الكي فِي الْوَجْه وَالضَّرْب فِي الْوَجْه

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ التِّرْمِذِيّ مُخْتَصرا وَصَححهُ وَالْأَحَادِيث فِي النَّهْي عَن الكي فِي الْوَجْه كَثِيرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৮২ | মুসলিম বাংলা