আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৬৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৪. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমার ইবনে খাত্তাব (রা) আমার সাথে সাক্ষাৎ করেন। আমি এক দিরহাম মূল্যের গোশত ক্রয় করলাম। তিনি বললেন: হে জাবির! এ কি করলে? আমি বললামঃ আমার পরিবার আকাঙ্ক্ষা করেছে। তাই আমি তাদের জন্য এক দিরহাম মূল্যের গোশত কিনেছি। উমার (রা) কথাটি বারবার বলছিলেন, এতে আমি মনে মনে বলছিলাম, যদি টাকাটি আমার হাত থেকে পড়ে যেত এবং হযরত উমার (রা)-এর সাথে আমার সাক্ষাৎ না হতো।
(বায়হাকী বর্ণিত।)
(বায়হাকী বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3264- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ لَقِيَنِي عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَقد ابتعت لَحْمًا بدرهم فَقَالَ مَا هَذَا يَا جَابر قلت قرم أَهلِي فابتعت لَهُم لَحْمًا بدرهم فَجعل عمر يردد قرم أَهلِي حَتَّى تمنيت أَن الدِّرْهَم سقط مني وَلم ألق عمر
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ