আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৬৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৩. হযরত আবু বারযা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি তোমাদের উপর তোমাদের ভেতরের মধ্যে অবাধ্য কামনামূলক প্রবৃত্তি, তোমাদের লজ্জাস্থান ও প্রবৃত্তির ভ্রষ্টতা সম্পর্কে অধিক ভয় করছি।
(আহমাদ, তাবারানী ও বাযযার বর্ণিত। তাঁদের কোন কোন সনদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3263- وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنَّمَا أخْشَى عَلَيْكُم شهوات الغي فِي بطونكم وفروجكم ومضلات الْهوى

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار وَبَعض أسانيدهم رِجَاله ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২৬৩ | মুসলিম বাংলা