আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৫৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৮. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন,আজ তোমরা কল্যাণের উপর রয়েছ, না কি তোমাদের কাউকে যখন ভোরবেলা রুটি ও গোশত ভর্তি পাত্র পরিবেশন করা হবে এবং বিকেলেও অনুরূপ দেয়া হবে, ভোরবেলা একটি চাদর দেয়া হবে এবং বিকেলেও অনুরূপ একটি এবং তোমাদের ঘর কা'বা ঘরের ন্যায় আবৃত করবে (সে অবস্থা উত্তম)? আমরা বললামঃ বরং আমরা ঐ সময় বর্তমানের তুলনায় ইবাদতের জন্য অবসর পাব। তিনি বললেন। বরং হাঁ, তোমরা বর্তমানে প্রভৃত কল্যাণের উপর রয়েছে।
(ইমাম তিরমিযী (র)-এর বরাতে "লিবাস" অধ্যায়ে পেছনে এ হাদীস অতিবাহিত হয়েছে এবং তিনি এই হাদীসটিকে হাসান বলেছেন।)
(ইমাম তিরমিযী (র)-এর বরাতে "লিবাস" অধ্যায়ে পেছনে এ হাদীস অতিবাহিত হয়েছে এবং তিনি এই হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3258- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنْتُم الْيَوْم خير أم إِذا غدي على أحدكُم بِجَفْنَة من خبز وَلحم وريح عَلَيْهِ بِأُخْرَى وَغدا فِي حلَّة وَرَاح فِي أُخْرَى وسترتم بُيُوتكُمْ كَمَا الْكَعْبَة قُلْنَا بل نَحن يَوْمئِذٍ خير نتفرغ لِلْعِبَادَةِ فَقَالَ بل أَنْتُم الْيَوْم خير
رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث تقدم فِي اللبَاس وَحسنه
رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث تقدم فِي اللبَاس وَحسنه