আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৫৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৯. নবী (ﷺ)-এর সাহাবী হযরত ইবনে বুজায়র (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর ভীষণ ক্ষুধা পেল। তখন তিনি একটি পাথর তুলে নেন এবং তার পেটের উপর রাখেন। এরপর তিনি বলেন: সাবধান! দুনিয়াতে অনেক বিলাসী লোভী লোক রয়েছে, কিয়ামতের দিন তারা হবে ক্ষুধার্ত ও উলঙ্গ। সাবধান! অনেক লোক এমন আছে, যারা নিজকে সম্মানিত মনে করে, অথচ তারা অসম্মানিত। সাবধান! অনেক লোক এমন আছে, যারা নিজকে লাঞ্ছিত মনে করে, অথচ তারা সম্মানিত।
(ইবনে আবুদ দুনিয়া বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3259- وَرُوِيَ عَن ابْن بجير رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أصَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جوع يَوْمًا فَعمد إِلَى حجر فَوَضعه على بَطْنه ثمَّ قَالَ أَلا رب نفس طاعمة ناعمة فِي الدُّنْيَا جائعة عَارِية يَوْم الْقِيَامَة
أَلا رب مكرم لنَفسِهِ وَهُوَ لَهَا مهين
أَلا رب مهين لنَفسِهِ وَهُوَ لَهَا مكرم

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান