আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৫৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৭. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর অনাহার ক্লিষ্ট সাহাবীদের প্রতি তাকালেন এবং বললেন: তোমরা সুসংবাদ গ্রহণ করো। কেননা, অচিরেই এমন এক সময় আসবে যে, তোমাদের একেক জনে ভোরবেলা এক পাত্রপূর্ণ করে সারীদ আহার করবে এবং বিকেলেও অনুরূপ আহার করবে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্! অদ্য কি আমরা কল্যাণের উপর নেই? তিনি বললেন, তা বটে, তবে ঐ সময়ের তুলনায় তোমরা ভাল আছ।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3257- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ نظر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْجُوع فِي وُجُوه أَصْحَابه فَقَالَ أَبْشِرُوا فَإِنَّهُ سَيَأْتِي عَلَيْكُم زمَان يغدى على أحدكُم بالقصعة من الثَّرِيد وَيرَاح عَلَيْهِ بِمِثْلِهَا
قَالُوا يَا رَسُول الله نَحن يَوْمئِذٍ خير قَالَ بل أَنْتُم الْيَوْم خير مِنْكُم يَوْمئِذٍ

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২৫৭ | মুসলিম বাংলা