আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩২১২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের জন্য ইছমিদ সুরমা উত্তম। কেননা, তাতে চুল গজায় এবং চোখের জ্যোতি বৃদ্ধি করে।
(বাযযার এবং তাঁর বর্ণনাকারীদের বর্ণনা সূত্র বিশুদ্ধ।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3212- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير أكحالكم الإثمد ينْبت الشّعْر ويجلو الْبَصَر

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান