আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩২১২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের জন্য ইছমিদ সুরমা উত্তম। কেননা, তাতে চুল গজায় এবং চোখের জ্যোতি বৃদ্ধি করে।
(বাযযার এবং তাঁর বর্ণনাকারীদের বর্ণনা সূত্র বিশুদ্ধ।)
(বাযযার এবং তাঁর বর্ণনাকারীদের বর্ণনা সূত্র বিশুদ্ধ।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3212- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير أكحالكم الإثمد ينْبت الشّعْر ويجلو الْبَصَر
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح