আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩২১১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১১. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করবে। কেননা, তাতে চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং (চোখের পাতায়) চুল গজায়। তিনি (রাবী) বলেন, নবী (ﷺ)-এর সুরমাদানী ছিল। তিনি তা থেকে প্রত্যহ রাতে উভয় চোখের তিনবার করে সুরমা দিতেন।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। নাসাঈ ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে। তবে তাদের দু'জনের শব্দমালা ছিল, তিনি বলেছেন: "ইসমিদ সুরমা তোমাদের জন্য উত্তম। কেননা, তাতে চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চুল গজায়"।)
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। নাসাঈ ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে। তবে তাদের দু'জনের শব্দমালা ছিল, তিনি বলেছেন: "ইসমিদ সুরমা তোমাদের জন্য উত্তম। কেননা, তাতে চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চুল গজায়"।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3211- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اكتحلوا بالإثمد فَإِنَّهُ يجلو الْبَصَر وينبت الشّعْر وَزعم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَت لَهُ مكحلة يكتحل مِنْهَا كل لَيْلَة ثَلَاثَة فِي هَذِه وَثَلَاثَة فِي هَذِه
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث وَلَفْظهمَا قَالَ إِن من خير أكحالكم الإثمد
إِنَّه يجلو الْبَصَر وينبت الشّعْر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث وَلَفْظهمَا قَالَ إِن من خير أكحالكم الإثمد
إِنَّه يجلو الْبَصَر وينبت الشّعْر