আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩২১০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২১০. হযরত ইবনে আব্বাস (রা) থেক বর্ণিত। নবী (ﷺ) (একবার) একগুচ্ছ চুল নিয়ে বের হন এবং বলেন: বনী ইসরাঈলের মহিলারা তাদের মাথায় এরূপ পরচুলা লাগিয়ে খোপা বাঁধে (এ কাজের জন্য) তাদের লা'নত করা হয়েছে এবং তাদের জন্য মসজিদ হারাম করা হয়েছে।
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে ইবনে লাহীয়া সূত্রে বর্ণিত এবং তাঁর সনদের অবশিষ্ট অংশের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3210- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خرج بِقصَّة فَقَالَ إِن نسَاء بني إِسْرَائِيل كن يجعلن هَذَا فِي رؤوسهن فلعن وَحرم عَلَيْهِنَّ الْمَسَاجِد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من رِوَايَة ابْن لَهِيعَة وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান