আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩২০৯
 অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৯. হযরত হুমায়দ ইবনে আবদুর রহমান ইবনে আওফ (রা) থেকে বর্ণিত। তিনি যে বছর হজ্জ করেন, সে বছর হযরত মু'আবিয়া (রা)-কে দেহরক্ষীর কাছ থেকে এক গুচ্ছচুল হাতে নিয়ে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেন : হে মদীনাবাসীগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এরূপ চুল ব্যবহারে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন: বনী ইসরাঈলের মহিলারা যখন এরূপ চুলের গুচ্ছ ব্যবহার করা শুরু করল, তখনই বনী ইসরাঈলীদের ধ্বংস শুরু হল।
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত। বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, সাঈদ ইবনে মুসায়্যাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত মু'আবিয়া (রা) মদীনায় আগমন করেন এবং আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি এক গুচ্ছ চুল বের করেন। তিনি বলেনঃ আমি ইয়াহুদীদের ব্যতীত কাউকে এরূপ করতে দেখিনি। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি তা মিথ্যা বলে আখ্যায়িত করেন।
বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, একদিন হযরত মু'আবিয়া (রা) বলেন, আমরা একটি মন্দকাজ করে ফেলেছি অথচ নবী (ﷺ) তোমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। কাতাদা (র) বলেন, অর্থাৎ কাপড়ের টুকরা দ্বারা যারা চুলের বেনী বড় করে। তিনি (রাবী) বলেনঃ এক ব্যক্তি হযরত মু'আবিয়া (রা)-এর লাঠির মাথায় কাপড়ের টুকরা বেঁধে আনেন এরপর তিনি বলেন, সাবধান। এতো মিথ্যা।)
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত। বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, সাঈদ ইবনে মুসায়্যাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত মু'আবিয়া (রা) মদীনায় আগমন করেন এবং আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি এক গুচ্ছ চুল বের করেন। তিনি বলেনঃ আমি ইয়াহুদীদের ব্যতীত কাউকে এরূপ করতে দেখিনি। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি তা মিথ্যা বলে আখ্যায়িত করেন।
বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, একদিন হযরত মু'আবিয়া (রা) বলেন, আমরা একটি মন্দকাজ করে ফেলেছি অথচ নবী (ﷺ) তোমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। কাতাদা (র) বলেন, অর্থাৎ কাপড়ের টুকরা দ্বারা যারা চুলের বেনী বড় করে। তিনি (রাবী) বলেনঃ এক ব্যক্তি হযরত মু'আবিয়া (রা)-এর লাঠির মাথায় কাপড়ের টুকরা বেঁধে আনেন এরপর তিনি বলেন, সাবধান। এতো মিথ্যা।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3209- وَعَن حميد بن عبد الرَّحْمَن بن عَوْف أَنه سمع مُعَاوِيَة عَام حج على الْمِنْبَر وَتَنَاول قصَّة من شعر كَانَت فِي يَد حرسي فَقَالَ يَا أهل الْمَدِينَة أَيْن عُلَمَاؤُكُمْ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينْهَى عَن مثل هَذَا وَيَقُول إِنَّمَا هَلَكت بَنو إِسْرَائِيل حِين اتخذها نِسَاؤُهُم
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم عَن ابْن الْمسيب قَالَ قدم مُعَاوِيَة الْمَدِينَة فَخَطَبنَا وَأخرج كبة من شعر فَقَالَ مَا كنت أرى أَن أحدا يَفْعَله إِلَّا الْيَهُود
إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بلغه فَسَماهُ الزُّور
وَفِي أُخْرَى للْبُخَارِيّ وَمُسلم أَن مُعَاوِيَة قَالَ ذَات يَوْم إِنَّكُم قد أحدثتم زِيّ سوء وَإِن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن الزُّور
قَالَ قَتَادَة يَعْنِي مَا يكثر بِهِ النِّسَاء أشعارهن من الْخرق
قَالَ وَجَاء رجل بعصا على رَأسهَا خرقَة فَقَالَ مُعَاوِيَة أَلا هَذَا الزُّور
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم عَن ابْن الْمسيب قَالَ قدم مُعَاوِيَة الْمَدِينَة فَخَطَبنَا وَأخرج كبة من شعر فَقَالَ مَا كنت أرى أَن أحدا يَفْعَله إِلَّا الْيَهُود
إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بلغه فَسَماهُ الزُّور
وَفِي أُخْرَى للْبُخَارِيّ وَمُسلم أَن مُعَاوِيَة قَالَ ذَات يَوْم إِنَّكُم قد أحدثتم زِيّ سوء وَإِن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن الزُّور
قَالَ قَتَادَة يَعْنِي مَا يكثر بِهِ النِّسَاء أشعارهن من الْخرق
قَالَ وَجَاء رجل بعصا على رَأسهَا خرقَة فَقَالَ مُعَاوِيَة أَلا هَذَا الزُّور