আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩২০৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি এক আনসার মেয়েকে বিয়ে দেন। সে রোগাক্রান্ত হয়ে পড়ে এবং তার মাথায় চুল উঠে যায়। ফলে, তারা পরচুলা লাগাতে চাইল। তারা নবী (ﷺ)-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করল। তিনি বললেন: আল্লাহ পরচুলা ব্যবহারকারিনী এবং যে পরচুলা ব্যবহার করায়, তাদের প্রতি লা'নত করেছেন।
অন্য বর্ণনায় আছে, এক আনসার মহিলা তার মেয়েকে বিয়ে দেয়। অসুখে তার মাথার চুল উঠে যায়। সে নবী (ﷺ)-এর নিকট এসে উক্ত বিষয়ে অবহিত করল এবং বলল। তার স্বামী আমাকে তার মাথার পরচুলা লাগাতে বলেছে। তিনি বললেনঃ না (তা হতে পারে না)। কেননা, সে পরচুলা লাগায় তাকে লা'নত করা হয়েছে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3208- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن جَارِيَة من الْأَنْصَار تزوجت وَأَنَّهَا مَرضت فتمعط شعرهَا فأرادوا أَن يصلوها فسألوا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لعن الله الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة

وَفِي رِوَايَة أَن امْرَأَة من الْأَنْصَار زوجت ابْنَتهَا فتمعط شعر رَأسهَا فَجَاءَت إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكرت ذَلِك لَهُ وَقَالَت إِن زَوجهَا أَمرنِي أَن أصل فِي شعرهَا فَقَالَ لَا إِنَّه قد لعن الموصولات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২০৮ | মুসলিম বাংলা