আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩২১৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১৩. হযরত আলী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের ইসমিদ সুরমা ব্যবহার করা উচিত। কেননা, তাতে চুল গজায়, চোখের ময়লা দূর করে এবং চোখ পারিষ্কার করে।
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3213- وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عَلَيْكُم بالإثمد فَإِنَّهُ منبتة للشعر مذهبَة للقذى مصفاة لِلْبَصَرِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن