আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৯৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩১৯৮. হযরত ফাযালা ইবনে উবায়দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: ইসলামে যে ব্যক্তির একটি চুল-দাড়িও সাদা হয়, কিয়ামতের দিন তা তার জন্য জ্যোতি হবে। তাকে তার নিকটস্থ এক ব্যক্তি বলল: লোকেরা সাদা চুল উপড়ে ফেলে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে চায় সে তার নূর ফেলে দিক।
(বাযযার হতে বর্ণিত। ইবনে লাহীয়া সূত্রে তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত এবং তার অবশিষ্ট সনদ বিশুদ্ধ বর্ণনাকারীদের সূত্রে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3198- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شَاب شيبَة فِي الْإِسْلَام كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة فَقَالَ لَهُ رجل عِنْد ذَلِك فَإِن رجَالًا ينتفون الشيب فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من شَاءَ فلينتف نوره

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من رِوَايَة ابْن لَهِيعَة وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৯৮ | মুসলিম বাংলা