আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৯৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩১৯৭. হযরত আমর ইবনে শু'আয়ব (রা) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা বার্ধক্য (সাদা চুল ও দাড়ি) উপড়ে ফেলবে না। কেননা, যে কোন মুসলমানের বৃদ্ধাবস্থা ইসলামে অতিবাহিত হয়, আল্লাহ কিয়ামতের দিন তা তার জন্য জ্যোতিতে রূপান্তরিত করে দেবেন। অন্য বর্ণনায় আছে, আল্লাহ্ তাকে এর জন্য একটি নেকী লিখে দেবেন এবং তার গুনাহ মোচন করে দেবেন।
(আবু দাউদ, ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। তবে তাঁর শব্দমালা হল, নবী (ﷺ) সাদা চুল-দাড়ি উপড়ে ফেলতে নিষেধ করেছেন এবং বলেছেন: তা হল মুসলিম ব্যক্তির জন্য নূর স্বরূপ।
নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।)
(আবু দাউদ, ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। তবে তাঁর শব্দমালা হল, নবী (ﷺ) সাদা চুল-দাড়ি উপড়ে ফেলতে নিষেধ করেছেন এবং বলেছেন: তা হল মুসলিম ব্যক্তির জন্য নূর স্বরূপ।
নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3197- عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تنتفوا الشيب فَإِنَّهُ مَا من مُسلم يشيب شيبَة فِي الْإِسْلَام إِلَّا كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة
وَفِي رِوَايَة كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَلَفظه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن نتف الشيب وَقَالَ إِنَّه نور الْمُسلم
وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه
وَفِي رِوَايَة كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَلَفظه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن نتف الشيب وَقَالَ إِنَّه نور الْمُسلم
وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه