আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৯৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩১৯৯. হযরত আমর ইবনে আবাসা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইসলামে যার একটি চুল দাড়ি
সাদা হয়, কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে।
(নাসাঈ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: এই হাদীসটি হাসান-সহীহ্।)
সাদা হয়, কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে।
(নাসাঈ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: এই হাদীসটি হাসান-সহীহ্।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3199- وَعَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شَاب شيبَة فِي الْإِسْلَام كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة
رَوَاهُ النَّسَائِيّ فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ النَّسَائِيّ فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح