আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৯৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
দরিদ্রকে পরিধেয় বস্ত্র ইত্যাদি দান করার প্রতি অনুপ্রেরণা
৩১৯৪. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে কাপড় পরিধান করাবে, ঐ কাপড়ের একটি টুকরা তার পরিধানে থাকা পর্যন্ত সে আল্লাহর হিফাযতে থাকবে।
(তিরমিযী ও হাকিম বর্ণিত তারা উভয়ে খালিদ ইবনে তাহমান (র) থেকে বর্ণনা করেছেন। ইমাম হাকিম (র) নিজ শব্দযোগে বলেন যে, "আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মুসলমানকে কাপড় পরিধান করাবে, উক্ত কাপড়ের সেলাই অথবা বলেছেন, সুতা থাকা পর্যন্ত আল্লাহ তাকে তাঁর নিরাপত্তায় রাখবেন"।
ইমাম তিরমিযী (র) বলেনঃ এই হাদীসটি হাসান-গরীব। ইমাম হাকীম (র) বলেন। হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الصَّدَقَة على الْفَقِير بِمَا يلْبسهُ كَالثَّوْبِ وَنَحْوه
3194- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلم كسا مُسلما ثوبا إِلَّا كَانَ فِي حفظ الله مَا دَامَ عَلَيْهِ مِنْهُ خرقَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة خَالِد بن طهْمَان
وَلَفظ الْحَاكِم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من كسا مُسلما ثوبا لم يزل فِي ستر الله مَا دَامَ عَلَيْهِ مِنْهُ خيط أَو سلك
قَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান