আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৯৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৯৩. হযরত উসমান ইবনে জাহম (র) যির ইবনে হুরায়শ থেকে, তিনি আবু যার (রা) থেকে, তিনি নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি খ্যাতি অর্জনের লক্ষ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ্ তার থেকে চেহারা ফিরিয়ে নেবেন, যতক্ষণে সে তা খুলে না ফেলে এবং অন্য কাপড় পরিধান করে।
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3193- وَرُوِيَ أَيْضا عَن عُثْمَان بن جهم عَن زر بن حُبَيْش عَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من لبس ثوب شهرة أعرض الله عَنهُ حَتَّى يَضَعهُ مَتى وَضعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান