আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৯২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৯২. হযরত ইবনে উমার (রা) হতে মারফু' সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি খ্যাতি অর্জনের লক্ষ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে অবশ্যই ঐ পোশাক পরিধান করাবেন। এরপর তাকে লেলিহান অগ্নি শিখার মধ্যে নিক্ষেপ করবেন। আর যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তুর্ভুক্ত হবে। রাযীন তাঁর জামে গ্রন্থে বর্ণনা করেছেন। তবে নীতিমালায় কোনটিতে আমি তা দেখিনি।
(ইবনে মাজাহ (র) উত্তম সনদে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, ব্যক্তি দুনিয়াতে খ্যাতি লাভের উদ্দেশ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ্ কিয়ামতের দিন তাকে অপমানের কাপড় পরিধান করাবেন। এরপর তাঁকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন। তিনি এর চেয়েও সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3192- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا يرفعهُ قَالَ من لبس ثوب شهرة ألبسهُ الله إِيَّاه يَوْم الْقِيَامَة ثمَّ ألهب فِيهِ النَّار وَمن تشبه بِقوم فَهُوَ مِنْهُم

ذكره رزين فِي جَامعه وَلم أره فِي شَيْء من الْأُصُول الَّتِي جمعهَا
إِنَّمَا رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لبس ثوب
شهرة فِي الدُّنْيَا ألبسهُ الله ثوب مذلة يَوْم الْقِيَامَة ثمَّ ألهب فِيهِ نَارا

وَرَوَاهُ أَيْضا أخصر مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান