আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৮৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী ও ফাতিমা (রা)-এর বৌভাতে উপস্থিত ছিলাম। আমরা আলী ও ফাতিমা (রা) অপেক্ষা উত্তম বর ও কনে কখনো দেখিনি। আমরা তোষকের উপর বসলাম এবং আমরা শুকনা খেজুর ও কিসমিস নিলাম এবং খেলাম। আর বাসর রাতের বিছানা ছিল ভেড়ার চামড়ার তৈরী।
(বাযযার বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3183- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ حَضَرنَا عرس عَليّ وَفَاطِمَة رَضِي الله عَنْهُمَا فَمَا رَأينَا عرسا كَانَ أحسن مِنْهُ حشونا الْفراش يَعْنِي الليف وأتينا بِتَمْر وزبيب فأكلنا وَكَانَ فراشها لَيْلَة عرسها إهَاب كَبْش

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৮৩ | মুসলিম বাংলা