আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৮৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৪. মুহাম্মাদ ইবনে সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু হুরায়রা (রা)-এর নিকট ছিলাম, আর তখন তাঁর গায়ে দু'টি নক্শাদার কাতান কাপড় শোভা পাচ্ছিল, যার একটি দিয়ে তিনি নাকের ময়লা পরিষ্কার করছিলেন। তখন তিনি বলেন, বাহ! বাহ! আবু হুরায়রা কাতান কাপড় দ্বারা নাক পরিষ্কার করছে অথচ আমি আমাকে ক্ষুধার তীব্রতায় রাসূলুল্লাহ্ (ﷺ) ও আয়েশা (রা)-এর হুজুরার মধ্যকার স্থানে বেঁহুশ অবস্থায় ধূলোয় ধূসরিত দেখেছি। এ সময় আগন্তুক আসত এবং আমার ঘাড়ে পা রাখত এবং মনে করত আমি উন্মাদ। অথচ ক্ষুধার তাড়নাই কেবল এরূপ হতো।
(বুখারী ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি সহীহ্।)
(বুখারী ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি সহীহ্।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3184- وَعَن مُحَمَّد بن سِيرِين قَالَ كُنَّا عِنْد أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ وَعَلِيهِ ثَوْبَان ممشقان من كتَّان فمخط فِي أَحدهمَا ثمَّ قَالَ بخ بخ يمتخط أَبُو هُرَيْرَة فِي الْكَتَّان لقد رَأَيْتنِي وَإِنِّي لأجر فِيمَا بَين مِنْبَر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وحجرة عَائِشَة رَضِي الله عَنْهَا من الْجُوع مغشيا عَليّ فَيَجِيء الجائي فَيَضَع رجله على عنقِي يرى أَن بِي الْجُنُون وَمَا هُوَ إِلَّا الْجُوع
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَصَححهُ
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَصَححهُ