আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৮২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮২. হযরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদা জুমু'আর দিন উসমান ইবনে আফ্ফান (রা)-কে চার দিরহাম অথবা পাঁচ দিরহাম মূল্যের একটি মোটা আদানী কাপড় পরিহিত অবস্থায় মিম্বরে দেখেছি। আর তা ছিল কুফার তৈরী মেসকের রঙ্গে রঙ্গীন একটি কাপড়। তিনি ছিলেন, ক্ষীণকায় হালাক পাতলা গড়নের দীর্ঘ অশ্রু বিশিষ্ট ও আকর্ষণীয় চেহারার অধিকারী।
(তাবারানী উত্তম সনদে এবং বায়হাকী বর্ণনা করেন।
عدنی - আদন এলাকার প্রতি সম্পর্কিত।
الربطة - কাপড়ের ন্যায় এক ধরনের চাদর।
ضرب اللحم - ক্ষীণদেহী ।
ممشقة - মেসকের রঙ্গে রঙ্গীন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3182- وَعَن عبد الله بن شَدَّاد بن الْهَاد قَالَ رَأَيْت عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ يَوْم الْجُمُعَة على الْمِنْبَر عَلَيْهِ إِزَار عدني غليظ ثمنه أَرْبَعَة دَرَاهِم أَو خَمْسَة وريطة كوفية ممشقة ضرب اللَّحْم طَوِيل اللِّحْيَة حسن الْوَجْه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
عدني بِفَتْح الْعين وَالدَّال الْمُهْمَلَتَيْنِ مَنْسُوب إِلَى عدن
والريطة بِفَتْح الرَّاء وَسُكُون الْيَاء الْمُثَنَّاة تَحت كل ملاءة تكون قِطْعَة وَاحِدَة ونسجا وَاحِدًا لَيْسَ لَهَا لفقان
وَضرب اللَّحْم بِفَتْح الضَّاد الْمُعْجَمَة وَسُكُون الرَّاء خفيفه
وممشقة أَي مصبوغة بالمشق بِكَسْر الْمِيم وَهُوَ الْمغرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৮২ | মুসলিম বাংলা