আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৮১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮১. হযরত শাফ্ফা বিন্ত আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) কাছে কিছু চাইতে গেলাম। তিনি আমার নিকট অপারগতা প্রকাশ করেন। আমি তাকে ভর্ৎসনা করলাম। এমন সময় সালাতের সময় হল। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং আমার কন্যা, যে শুরাহবীল ইবনে হাসানার স্ত্রী ছিল, তার কাছে গেলাম। আমি শুরাহবীলকে ঘরে পেলাম। আমি বললাম, সালাতের সময় হয়েছে অথচ তুমি ঘরে বসে আছ। আমি তাকে ভৎসনা করলাম। সে বলল: হে খালা! আপনি আমাকে ভর্ৎসনা করবেন না। কেননা, আমার কেবলমাত্র একটি কাপড় রয়েছে এবং তা নবী (ﷺ) ধার নিয়েছেন। আমি বললাম, আমার পিতামাতা কুরবান হোন, আমি আজ তোমাকে ভর্ৎসনা করেছি অথচ এই হচ্ছে তোমার অবস্থা, আমি তা জানতাম না। শুরাহবীল (রা) বলেন, আমার কেবলমাত্র একটি তালিযুক্ত যুদ্ধের পোশাক রয়েছে।
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3181- وَرُوِيَ عَن الشِّفَاء بنت عبد الله رَضِي الله عَنْهَا قَالَت أتيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أسأله فَجعل يعْتَذر إِلَيّ وَأَنا ألومه فَحَضَرت الصَّلَاة فَخرجت فَدخلت على ابْنَتي
وَهِي تَحت شُرَحْبِيل بن حَسَنَة فَوجدت شُرَحْبِيل فِي الْبَيْت فَقلت قد حضرت الصَّلَاة وَأَنت فِي الْبَيْت وَجعلت ألومه فَقَالَ يَا خَالَة لَا تلوميني فَإِنَّهُ كَانَ لي ثوب فاستعاره النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت بِأبي وَأمي كنت ألومه مُنْذُ الْيَوْم وَهَذِه حَاله وَلَا أشعر فَقَالَ شُرَحْبِيل مَا كَانَ إِلَّا درع رقعناه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
وَهِي تَحت شُرَحْبِيل بن حَسَنَة فَوجدت شُرَحْبِيل فِي الْبَيْت فَقلت قد حضرت الصَّلَاة وَأَنت فِي الْبَيْت وَجعلت ألومه فَقَالَ يَا خَالَة لَا تلوميني فَإِنَّهُ كَانَ لي ثوب فاستعاره النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت بِأبي وَأمي كنت ألومه مُنْذُ الْيَوْم وَهَذِه حَاله وَلَا أشعر فَقَالَ شُرَحْبِيل مَا كَانَ إِلَّا درع رقعناه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ