আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৭৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৬. হযরত ইবনে বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন: তুমি যদি আমাদেরকে নবী (ﷺ) এর সঙ্গে দেখতে। যখন আমাদের উপর বৃষ্টি বর্ষিত হত। তখন তুমি ধারণা করতে যে, আমাদের (শরীর) থেকে ভেড়ার গন্ধ আসছে।
(আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি সহীহ্।)
হাদীসের মর্মঃ সাহাবায়ে কিরাম পশমী কাপড় পরিধান করতেন। তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হলে পশমের গন্ধ বের হতো। তাবারানী সহীহ্ সনদ সূত্রে এরূপ বর্ণনা করেন। তাবারানীর অন্য সূত্রে আরো বর্ণিত হয়েছে যে, "আমাদের পোশাক পশমের এবং আমাদের খাদ্য হলো দু'টি কালো বস্তু, অর্থাৎ খেজুর ও পানি।"
(আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি সহীহ্।)
হাদীসের মর্মঃ সাহাবায়ে কিরাম পশমী কাপড় পরিধান করতেন। তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হলে পশমের গন্ধ বের হতো। তাবারানী সহীহ্ সনদ সূত্রে এরূপ বর্ণনা করেন। তাবারানীর অন্য সূত্রে আরো বর্ণিত হয়েছে যে, "আমাদের পোশাক পশমের এবং আমাদের খাদ্য হলো দু'টি কালো বস্তু, অর্থাৎ খেজুর ও পানি।"
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3176- وَعَن ابْن بُرَيْدَة قَالَ قَالَ لي أبي لَو رَأَيْتنَا وَنحن مَعَ نَبينَا وَقد أصابتنا السَّمَاء حسبت أَن ريحنا ريح الضَّأْن
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث صَحِيح
وَمعنى الحَدِيث أَنه كَانَ ثِيَابهمْ الصُّوف وَكَانَ إِذا أَصَابَهُم الْمَطَر يَجِيء من ثِيَابهمْ ريح الصُّوف انْتهى
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح أَيْضا نَحوه
وَزَاد فِي آخِره إِنَّمَا لباسنا الصُّوف وطعامنا الأسودان التَّمْر وَالْمَاء
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث صَحِيح
وَمعنى الحَدِيث أَنه كَانَ ثِيَابهمْ الصُّوف وَكَانَ إِذا أَصَابَهُم الْمَطَر يَجِيء من ثِيَابهمْ ريح الصُّوف انْتهى
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح أَيْضا نَحوه
وَزَاد فِي آخِره إِنَّمَا لباسنا الصُّوف وطعامنا الأسودان التَّمْر وَالْمَاء