আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৬৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) খাশিন আহার করেন এবং পরিধান করেন খাশিন ও পশমী বস্ত্র এবং তালিযুক্ত জুতা পরিধান করেন। হাসান (র)-কে জিজ্ঞেস করা হলঃ খাশিন কি? তিনি বলেন, ঘরের মোটা দানা। তিনি তা পানি ছাড়া আহার করতে পারতেন না।
(ইবনে মাজাহ ও হাকিম নিজ শব্দে তারা উভয়ে ইউসুফ ইবনে আবু কাসীর হতে, তিনি নুহ ইবনে যাকওয়ান হতে হাদীসটি বর্ণনা করেন। হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্র সহীহ্।
হাফিয (র) বলেনঃ ইউসুফ অপরিচিত। আবু হাতিম (র) বলেন, নূহ ইবনে যাকওয়ান কোন মুহাদ্দিস নন।)
(ইবনে মাজাহ ও হাকিম নিজ শব্দে তারা উভয়ে ইউসুফ ইবনে আবু কাসীর হতে, তিনি নুহ ইবনে যাকওয়ান হতে হাদীসটি বর্ণনা করেন। হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্র সহীহ্।
হাফিয (র) বলেনঃ ইউসুফ অপরিচিত। আবু হাতিম (র) বলেন, নূহ ইবনে যাকওয়ান কোন মুহাদ্দিস নন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3166- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكل خشنا وَلبس خشنا لبس الصُّوف واحتذى المخصوف
قيل لِلْحسنِ مَا الخشن قَالَ غليظ الشّعير مَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يسيغه إِلَّا بجرعة من مَاء
رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ كِلَاهُمَا من رِوَايَة يُوسُف بن أبي كثير عَن نوح بن ذكْوَان وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ يُوسُف لَا يعرف ونوح بن ذكْوَان قَالَ أَبُو حَاتِم لَيْسَ بِشَيْء
قيل لِلْحسنِ مَا الخشن قَالَ غليظ الشّعير مَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يسيغه إِلَّا بجرعة من مَاء
رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ كِلَاهُمَا من رِوَايَة يُوسُف بن أبي كثير عَن نوح بن ذكْوَان وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ يُوسُف لَا يعرف ونوح بن ذكْوَان قَالَ أَبُو حَاتِم لَيْسَ بِشَيْء