আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৬৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৫. হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাতে বোনা পশমী চাদর পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন।
(বায়হাকী বর্ণিত।)
(বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3165- وَرُوِيَ عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ توفّي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَإِن نمرة من صوف تنسج لَهُ
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ