আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৬৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৪. হযরত আবু বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর কাছে গেলাম। তিনি আমার সামনে একখানা তালিযুক্ত চাদর, যাকে মুলাববাদা বলা হয় ও ইয়ামানের তৈরী একখানা মোটা পরিধেয় বস্ত্র বের করেন। তিনি আল্লাহর শপথ করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দু'টি কাপড় পরিহিত অবস্থায় ইন্তিকাল করেন।
(বুখারী ও মুসলিম এবং তিরমিযী সংক্ষেপে বর্ণনা করেন।
الملبد- তালিযুক্ত কাপড়, কারো কারো মতে, অন্য অর্থেও ব্যবহৃত হয়।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3164- وَعَن أبي بردة رَضِي الله عَنهُ قَالَ دخلت على عَائِشَة رَضِي الله عَنْهَا فأخرجت إِلَيْنَا كسَاء ملبدا من الَّتِي تسمونها الملبدة إزارا عَظِيما مِمَّا يصنع بِالْيمن وَأَقْسَمت بِاللَّه لقد قبض رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي هذَيْن الثَّوْبَيْنِ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ أخصر مِنْهُ
الملبد المرقع وَقيل غير ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৬৪ | মুসলিম বাংলা