আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৫৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে হাত-পায়ে মেহেদী দেয়া অবস্থায় এক ব্যক্তিকে আনা হলো, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ লোকটির এ অবস্থা কেন? সাহাবায়ে কিরাম বলেন, সে নারীদের বেশধারণ করেছে অথচ তাকে এ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। এরপর তাকে নাকী নামক স্থানে নির্বাসন দেওয়া হয়। বলা হয়, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি তাকে হত্যা করতে বলেন? তিনি বলেন, আমাকে মুসাল্লীদের হত্যা করতে নিষেধ করা হয়েছে।
(আবু দাউদ (র) বর্ণিত। তিনি قال এর স্থলে قال أبو أسامة বলেছেন।
النقيع - মদীনার উপকণ্ঠের একটি এলাকার নাম, তবে তা জান্নাতুল বাকী নয়।
হাফিয মুনযিরী (র) বলেন: আবু দাউদ (র) আবু ইয়াসার কারশী থেকে, তিনি আবু হাশিম থেকে, তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তবে তার মূল পাঠের সনদে একজন অপরিচিত রাবী রয়েছে। তিনি বলেন, আমি এই আবু ইয়াসারের নাম জানি না। আবু হাতিম রাযী (র)-কে জিজ্ঞাসা করা হলে তিনি রাবীর নাম অজ্ঞাত বলে জানান। তবে আসলে এরূপ নয়। কেননা, তার থেকে আওযায়ী ও লায়স (র) হাদীস বর্ণন করেছেন। কাজেই কিভাবে অজ্ঞাত হলেন? আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3157- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أُتِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بمخنث قد خضب يَدَيْهِ وَرجلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا بَال هَذَا قَالُوا يتشبه بِالنسَاء فَأمر بِهِ فنفي إِلَى النقيع فَقيل يَا رَسُول الله أَلا تقتله فَقَالَ إِنِّي نهيت عَن قتل الْمُصَلِّين

رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ وَقَالَ أَبُو أُسَامَة
والنقيع نَاحيَة من الْمَدِينَة وَلَيْسَ بِالبَقِيعِ يَعْنِي أَنه بالنُّون لَا بِالْبَاء
قَالَ الْحَافِظ رَوَاهُ أَبُو دَاوُد عَن أبي يسَار الْقرشِي عَن أبي هَاشم عَن أبي هُرَيْرَة وَفِي مَتنه نَكَارَة وَأَبُو يسَار هَذَا لَا أعرف اسْمه وَقد قَالَ أَبُو حَاتِم الرَّازِيّ لما سُئِلَ عَنهُ مَجْهُول وَلَيْسَ كَذَلِك فَإِنَّهُ قد روى عَنهُ الْأَوْزَاعِيّ وَاللَّيْث فَكيف يكون مَجْهُولا وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৫৭ | মুসলিম বাংলা