আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৫৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৬. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: দুনিয়া ও আখিরাতে চারদল লোকের প্রতি লা'নত এবং ফিরিশতাগণ তাদের লা'নতের উপর আমীন বলেছেন। তারা হলঃ ১. এক ব্যক্তিকে আল্লাহ্ পুরুষ বানালেন, এরপর সে নিজকে নারী বানাল, এবং নারীর বেশ ধারণ করল, ২. এক মহিলাকে আল্লাহ্ নারী বানালেন, এরপর সে পুরুষ হল এবং পুরুষের বেশধারণ করল, ৩. যে ব্যক্তি অন্ধ লোককে ভুল পথ দেখায় এবং ৪. এমন এক ব্যক্তি, যে জিতেন্দ্রিয় হওয়ার দাবী করে, অথচ ইয়াহইয়া ইবনে যাকারিয়া (আ) ব্যতীত আল্লাহ কাউকে জিতেন্দ্রিয় করেননি।
(তাবারানী (র) আলী ইবনে ইয়াযীদ ইলহানী সূত্রে বর্ণনা করেন। এবং সনদ সূত্রটি গরীব।)
(তাবারানী (র) আলী ইবনে ইয়াযীদ ইলহানী সূত্রে বর্ণনা করেন। এবং সনদ সূত্রটি গরীব।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3156- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرْبَعَة لعنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَة وَأمنت الْمَلَائِكَة رجل جعله الله ذكرا فأنث نَفسه وتشبه بِالنسَاء وَامْرَأَة جعلهَا الله أُنْثَى فتذكرت وتشبهت بِالرِّجَالِ وَالَّذِي يضل الْأَعْمَى وَرجل حصور وَلم يَجْعَل الله حصورا إِلَّا يحيى بن زَكَرِيَّا
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق عَليّ بن يزِيد الْأَلْهَانِي وَفِي الحَدِيث غرابة
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق عَليّ بن يزِيد الْأَلْهَانِي وَفِي الحَدِيث غرابة