আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৫৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৮. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন দল লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হল: ১. পিতামাতার অবাধ্য সন্তান, ২. দায়ূস এবং ৩. পুরুষের বেশধারণকারী নারী।
(নাসাঈ এবং বাযযারের বর্ণনায় ইন্‌শাল্লাহ্ পিতামাতা অবাধ্য হওয়া শীর্ষক বর্ণনা সম্বলিত হাদীস আসবে, হাকিম নিজ শব্দযোগে বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত।
ديوث ঐ পুরুষ, যে তার স্ত্রীর অশ্লীলতা সম্পর্কে জ্ঞাত এবং সে তার স্বীকৃতি দিচ্ছে।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3158- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الْعَاق لوَالِديهِ والديوث ورجلة النِّسَاء

رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار فِي حَدِيث يَأْتِي فِي العقوق إِن شَاءَ الله وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
الديوث بِفَتْح الدَّال وَتَشْديد الْيَاء الْمُثَنَّاة تَحت هُوَ الَّذِي يعلم الْفَاحِشَة فِي أَهله ويقرهم عَلَيْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৫৮ | মুসলিম বাংলা