আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৫১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৫১. হযরত আবদুর রহমান ইবনে গুনম আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু আমির এবং আবু মালিক আশ'আরি (রা) আমার নিকট হাদীস বর্ণনা করেন। দ্বিতীয় কথা হল, তিনি আমার কাছে শপথ করে যা বলেছেন, তা মিথ্যা বলেন নি। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমার উম্মাতের একদল লোক মদ পান এবং রেশমী পোশাক পরিধান হালাল মনে করবে। এরপর তিনি আরও একটি বাক্য উল্লেখ করেন যে, কিয়ামতের দিন তাদের আকৃতি বানর ও শূকরে পরিণত করা হবে।
(বুখারী তালীক এবং আবু দাউদ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন।)
(বুখারী তালীক এবং আবু দাউদ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3151- وَعَن عبد الرَّحْمَن بن غنم الْأَشْعَرِيّ قَالَ حَدثنِي أَبُو عَامر وَأَبُو مَالك الْأَشْعَرِيّ وَالله يَمِين أُخْرَى مَا كَذبَنِي أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَيَكُونن من أمتِي أَقوام يسْتَحلُّونَ الْخمر وَالْحَرِير وَذكر كلَاما قَالَ يمسخ مِنْهُم قردة وَخَنَازِير إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ تَعْلِيقا وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ
رَوَاهُ البُخَارِيّ تَعْلِيقا وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ